জাঁকজমকপূর্ণ ও আনন্দময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে যাত্রা শুরু হলো টি ইউ ইন্টারন্যাশনালের। জাপানিজ রিকণ্ডিশন গাড়ির বিক্রির বিশ্বস্থ প্রতিষ্ঠান এটি। শুক্রবার (২ মে) লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে জেলা ফায়ার সার্ভিস এলাকায় শো-রুমটি উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল নেতা আমির আহমেদ রাজু, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদল সভাপতি হাসিবুর রহমান অভি, টি ইউ ইন্টারন্যাশনালের পরিচালক আকবর হোসেন, মো. নাইমুর রহমানসহ আরও অনেকে।
টি ইউ ইন্টারন্যাশনাল'র পরিচালক আকবর হোসেন বলেন, আমরা জাপানিজ রিকণ্ডিশন গাড়ির আমাদানি, খুচরা ও পাইকারি বিক্রি করে থাকি। লক্ষ্মীপুরের গ্রাহকরা সর্বনিম্ম ৩০% টাকা পরিশোধ করে গাড়ি ক্রয় করতে পারবেন। অর্থ্যাৎ গাড়ি ক্রয়ে সর্বোচ্চ ৭০% ব্যাংক ঋণ সুবিধা পাবে। গাড়িতে রয়েছে ৩ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
জানা গেছে, টি ইউ ইন্টারন্যাশনালের লক্ষ্মীপুরের শো-রুমে পাবেন টয়েটা হ্যারিয়ার, সিএসআর, স্কয়ার, হাইস, এলিয়ন প্রিমিয়ার, সিআরবি, এনসাইড, জেএস সহ টয়েটা ও হোন্ডা কোম্পানির সকল গাড়ি বিক্রি করা হয়। উদ্বোধন উপলক্ষে শো-রুমটিতে ৩০ হাজার টাকা ক্যাশব্যাক ওপার চলছে। ক্রেতারা আগামী ৬ মাস পর্যন্ত সুবিধাটি পাবে।
এদিকে একই সময় পাশ্ববর্তী ড্রীম ইভেন্ট ম্যানেজমেন্ট দোকান উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনের পূর্বে প্রতিষ্ঠানের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নুর হাসান।
আপনার মতামত লিখুন :