ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

লক্ষ্মীপুর শিক্ষার্থীদের নিয়ে ওয়াইজের সেমিনার

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার জুলাই ১, ২০২৫, ১১:৩৮ এএম লক্ষ্মীপুর  শিক্ষার্থীদের নিয়ে ওয়াইজের সেমিনার

লক্ষ্মীপুরে নারী নিরাপত্তা,স্বাস্থ্য ও নারীর সমসাময়িক সমস্যাকে কেন্দ্র করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার করেছে ওয়াইজ।

 রবিবার (২৯ জুন) বেলা  ৩ টায় পৌর শহরের মধ্য বাঞ্ছানগর এন আহমদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

জানা যায়, বর্তমানে নিকটতম আত্নীয় দ্বারা শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে তা রোধ করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  ভালো ও খারাপ স্পর্শের ধারণা ও তা মোকাবেলা করার কৌশল তুলে ধরেন তারা। 

 সংগঠনটির সভাপতি অহনা মজুমদারের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধ্য বাঞ্চানগর এন আহমদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদা নাজমিন। 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক  তানজিনা আক্তার,সদস্য মারজাহান ইনা,পুষ্পিতা মজুমদার,আইরিন,  জুবায়িদা জাকির তুলতুলসহ আরো অনেকে।

বক্তারা  শিশু ধর্ষণ রোধে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যের মাধ্যমে শিশুদের সর্তক থাকার আহবান জানান।
উল্লেখ্য: কবিতা আবৃত্তি, গান, ও একক অভিনয়ের পুরষ্কার বিতরণের মাধ্যমে  অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Side banner