ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

বিশ্ববাজারে আরও বাড়তে পারে স্বর্ণের দাম, দেশে ভরি কত?

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৮:৫৫ পিএম বিশ্ববাজারে আরও বাড়তে পারে স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে আবারও রেকর্ড ভাঙছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে। চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৪৫ শতাংশ দাম বেড়ে এটি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় উত্থান হিসেবে দেখা হচ্ছে। 

 

 

সংযুক্ত আরব আমিরাতে গত চার সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে ৪৫ দিরহাম। শুধু সেপ্টেম্বর মাসেই দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২২ ক্যারেট স্বর্ণের গ্রামপ্রতি মূল্য দাঁড়ায় ৪২২.৫০ দিরহাম এবং ২৪ ক্যারেটের দাম ৪৫৬.২৫ দিরহাম। আগের দিনের তুলনায় গ্রামপ্রতি দাম বেড়েছে ৮ দিরহাম।

 

ভারতেও দাম ঊর্ধ্বমুখী। মঙ্গলবার সন্ধ্যায় ২৪ ক্যারেট স্বর্ণের গ্রামপ্রতি মূল্য ছিল ১১ হাজার ৫৬৯ রুপি এবং ২২ ক্যারেটের দাম প্রায় ১০ হাজার ৬০৫ রুপি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন ও কুয়েতেও একই প্রবণতা দেখা যাচ্ছে।

 

অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশের সরকারি স্বর্ণ ভাণ্ডার নিজেদের হেফাজতে রাখার উদ্যোগ নিয়েছে। এতে বৈশ্বিক স্বর্ণবাজারে চীনের প্রভাব আরও জোরদার হচ্ছে।

 

অন্যদিকে যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা, ফেডারেল রিজার্ভের ওপর চাপ এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।

 

পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ আহমাদ আসিরি বলেন, ‘স্বর্ণ এখন বাজারের নোঙর হয়ে উঠেছে। ইক্যুইটি ও প্রযুক্তি খাত আলোচনায় থাকলেও বিনিয়োগকারীরা স্বর্ণে স্থিতিশীলতা খুঁজছেন।’

 

বিশ্লেষকদের মতে, বর্তমান গতিধারা অব্যাহত থাকলে স্বর্ণের দাম আরও নতুন রেকর্ড গড়তে পারে। প্রতি আউন্সে ৩ হাজার ৮০০ ডলার অতিক্রম এখন সময়ের ব্যাপার মাত্র।

 

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

Side banner