ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব পুতিনের

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক মে ১১, ২০২৫, ১০:৫২ এএম ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে অবিলম্বে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। গতকাল স্থানীয় সময় শনিবার (১১ মে) রাতে ক্রেমলিন থেকে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি। জানান, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় রাশিয়া প্রস্তুত। আর দেরি না করে যত দ্রুত সম্ভব আলোচনায় বসা উচিত। সেই আলোচনা শুরু হওয়া উচিত ১৫ মে থেকেই—জানান পুতিন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, পুতিনের এই প্রস্তাব আসে ইউরোপীয় নেতাদের এক যৌথ সফরের পরপরই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁসহ ইউরোপের শীর্ষ নেতারা ইউক্রেন সফর করে রাশিয়ার প্রতি আহ্বান জানান, যেন তারা কোনো শর্ত ছাড়াই অন্তত ৩০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়।

 

এ প্রেক্ষিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মস্কো প্রস্তাবটি নিয়ে চিন্তা করছে। তবে একইসঙ্গে তিনি সতর্ক করেন, চাপ প্রয়োগ করে রাশিয়ার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে।

 

এদিকে, রাশিয়াকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা। আজ রোববার (১১ মে) পুতিন জানিয়েছেন, যুদ্ধবিরতির আলোচনা নিয়ে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরই বিস্তারিত আলোচনা করবেন তিনি। তবে, এ ইস্যুতে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি কিয়েভ।

Side banner