ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি ১১ বছর পর গ্রেফতার

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার মে ৬, ২০২৫, ০৫:২৫ পিএম হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি ১১ বছর পর গ্রেফতার

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জুলফিকারকে (২৮) দীর্ঘ ১১ বছর পর অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মান্নান ভূঁইয়া হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।

সোমবার (৫ মে) রাতে তাকে নোয়াখালীর সোনাইমুড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তারকৃত জুলফিকার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, পলাতক আসামি মো. জুলফিকারের বিরুদ্ধে ২০১৪ সালের ২৫ মে দায়েরকৃত একটি হত্যা মামলার রায় হয়। লক্ষ্মীপুর জজ আদালতের দেওয়া রায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল জুলফিকার। তাকে গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ি থানার বাইপাসের রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২১ মে রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ভূঁইয়াকে রাতে ঘর থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়। রাতেই বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার চার দিন পর নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করেন। মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ ৮ আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি তিন আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন।

Side banner