ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

১৩ মে থেকে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক মে ১১, ২০২৫, ১২:০৭ পিএম ১৩ মে থেকে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

আগামী মঙ্গলবার (১৩ মে) থেকে সারাদেশে বৃষ্টিপাত শুরু হবে। একই সাথে তাপমাত্রাও নেমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

আজ রোববার (১১ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক এ তথ্য জানান।

 

তিনি বলেন, আগামীকালও ঢাকায় তীব্র তাপদাহ চলবে। তাপমাত্রা থাকবে চল্লিশের ওপরে।

 

তবে, সোমবার বিকেলের পর থেকে দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার উত্তরাঞ্চলে শুরু হবে বৃষ্টি। ১৩ মে থেকে সারাদেশে যে বৃষ্টিপাত হবে তা ২০ মে পর্যন্ত চলবে। সেক্ষেত্রে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমবে।

Side banner