ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

Vastu Tips for Kitchen: কোনদিকে মুখ করে রান্না করলে ঘরে ধন-সম্পত্তি বাড়তে থাকে জানে? কিচেন সাজানোর আগে কিছু বাস্তু টিপস

ভোরের মালঞ্চ ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১০:৪৬ এএম Vastu Tips for Kitchen: কোনদিকে মুখ করে রান্না করলে ঘরে ধন-সম্পত্তি বাড়তে থাকে জানে? কিচেন সাজানোর আগে কিছু বাস্তু টিপস

রান্নাঘরের রঙ হলুদ হলে তা সমৃদ্ধ হওয়ার প্রতীক হিসাবে জানান দেয়। রান্না ঘরে বেশি তাক ভাল নয়, বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। যদি রান্নাঘর 'মডিউলার' হয়ে থাকে, তাহলে তাতে বেশি গাঢ় রঙের কোনও ক্যাবিনেট না তৈরি করাই ভাল। রান্না ঘরে উঁচু তাক বা লফ্ট তৈরির ক্ষেত্রে পশ্চিম বা দক্ষিণ দিক বেছে নিন।

বাড়িকে সুন্দর রাখতে কে না চান? তবে বাড়ি সুন্দর করে সাজানোর পাশাপাশি, সংসারকে সমৃদ্ধ করে তোলার স্বপ্ন গৃহস্থের প্রতিটি মানুষেরই থাকে। বাস্তুশাস্ত্র মতে, রান্নাঘর সুন্দর করে সাজিয়ে তুললে সংসারে যেমন রোগভোগ দূরে থাকে, তেমনই সংসারে সম্পত্তি ও সমৃদ্ধিও বাড়ে। কীভাবে একটি বাড়িতে রান্নাঘর বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে তৈরি করা উচিত দেখে নেওয়া যাক।

কোনদিকে মুখ করে রান্না করা ভাল?
বাস্তুশাস্ত্র মতে, রান্না করার সময় পূর্ব দিকে মুখ করে রান্না করা ভাল। ফলে পূর্ব দিকে স্টোভ বা গ্যাস বার্নার রাখলে তা কার্যকরী ফল দেয়। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, যদি গ্যাস বার্নার বা স্টোভ, রান্নাঘরে সিঙ্কের বা নালির কাছাকাছি হয়ে থাকে,তাহলে তার মাঝখানে রাখুন বোন চায়নার পাত্র। এতে বাস্তুদোষ কেটে যায়। আরও পড়ুন- রোজ কি মধু খাওয়ার অভ্যাস আছে? অজান্তে এই ভুলগুলি করে ফেলছেন না তো!
রান্না ঘরের রঙ

রান্নাঘরের রঙ হলুদ হলে তা সমৃদ্ধ হওয়ার প্রতীক হিসাবে জানান দেয়। রান্না ঘরে বেশি তাক ভাল নয়, বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। যদি রান্নাঘর 'মডিউলার' হয়ে থাকে, তাহলে তাতে বেশি গাঢ় রঙের কোনও ক্যাবিনেট না তৈরি করাই ভাল। রান্না ঘরে উঁচু তাক বা লফ্ট তৈরির ক্ষেত্রে পশ্চিম বা দক্ষিণ দিক বেছে নিন। 

গ্যাস বার্নার কোথায় রাখবেন?
রান্নাঘরে গ্যাস বার্নার মূল দরজার একেবার সামনে রাখবেন না। অন্যদিকে বার্নার বা স্টোভ যেন সিঙ্কের কাছে না থাকে তার দিকে রাখতে হবে খেয়াল। এইভাবে গ্যাস সিলিন্ডার বুক করে পেয়ে যান 'ক্যাশব্যাক'! বিশেষ অফারটি জেনে নিন রান্নাঘরে ঝাঁটা রাখবেন না।

রান্নাঘরে ঝাঁটা একেবারেই রাখবেন না। এছাড়াও খেয়াল রাখুন রান্নাঘরে যাতে উপরের দিকে মুখ করে ঝাঁটা না থাকে। এতে সংসারে মা লক্ষ্মীর কৃপা মেলে না। রান্না ঘরের জানালা পূর্ব ও উত্তর দিক থেকে হওয়া প্রয়োজন।
কিচেন ক্যাবিনেট তৈরির সময় খেয়াল রাখুন...

কিচেন ক্যাবিনেট তৈরির সময় খেয়াল রাখুন যে ক্যাবিনেট যদি সিলিং না ছুঁয়ে থাকে, তাহলে সেখানে বিভিন্ন ধরনের গাছ রেখে দিন। রান্নাঘর তৈরির সময় লক্ষ্য রাখবেন, ক্যাবিনেট যেন সিলিংয়ের দেওয়াল পর্যন্ত যায়।
রান্নাঘরের বঁটি, ছুরি কোথায় রাখবেন?

রান্নাঘরে কুটনো কাটার জন্য অনেকেই বঁটি ব্যবহার করতে ভালবাসেন। আবার অনেকে পছন্দ করেন ছুরি। তবে ছুরি, কাঁচি বা বঁটি রান্না ঘরে কোনওটাই খোলা জায়গায় রাখবেন না। বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। কোনও ঢাকা জায়গায় এই সমস্ত জিনিস রাখতে হবে। এতে সংসারে প্রেম বাড়ি, সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি হয়।

Side banner