ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

দিনাজপুরে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক ডিসেম্বর ৫, ২০২৩, ১১:৩১ এএম দিনাজপুরে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দিনাজপুরে মধ্যরাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ আক্রান্ত না হয়নি। তবে পুড়ে গেছে বাসের অনেক অংশ। 

 

সোমবার দিবাগত রাত দুইটার দিকে জেলার মির্জাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসটি এইচএ প্লাস পরিবহনের।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্ক করে রাখা বাসটিতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানা ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নেভান।

 

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

Side banner