ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম মো. রাজু (১৯)।
শুক্রবার (৫ জুলাই) ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ।
নিহত রাজু ওই উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়াল গ্রামের হবিবর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে রাজুসহ কয়েকজন মিলে নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হন রাজু।
এ বিষয়ে লে. কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, ‘প্রতিবাদ জানিয়ে বিএসএফকে আজকেই পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি আমরা।’




-20260125050728.jpg)




-20260121194743.jpg)




-20260117175219.jpg)
-20260117175020.jpg)






-20260121194743.jpg)




-20260125050728.jpg)
আপনার মতামত লিখুন :