ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

ফেনীতে বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক আগস্ট ২১, ২০২৪, ১২:২৩ পিএম ফেনীতে বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত

টানা চার দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে রয়েছে লক্ষাধিক মানুষ।

 

উদ্ধার কাজে সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যদের সহযোগিতা চেয়েছে ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার। বৃষ্টি না হলে কমলে

পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করেছেন ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাসেম। 

 

তিনি বলেন, ইতোমধ্যে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বেড়িবাঁধের ২৬টি অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। ডুবে গেছে মুহুরী নদীর বেড়িবাঁধের বেশিরভাগ অংশ।

 

এছাড়া টানা বৃষ্টি এবং ভারতের পানির চাপ থাকায় এসব এলাকার বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতির আশঙ্কা করছেন তারা।  

জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, পানিবন্দি মানুষকে উদ্ধারে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সঠিক সময় উদ্ধারকারী দল পৌঁছাতে পারছে না।

 

বন্যায় ফসলেরও ক্ষতি হচ্ছে। তলিয়ে গেছে রোপা আমন ধান। ভেসে গেছে হাজার হাজার পুকুরে মাছ। পানিতে নিমজ্জিত হয়েছে পোল্ট্রি খামার।

দুর্গত মানুষের অভিযোগ করছেন, উদ্ধার কিংবা ত্রাণ তৎপরতার তেমন কোনো সহযোগিতা পাচ্ছেন না তারা।

Side banner