নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা এলাকার কায়েস মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। আলিজা খাতুন ওই এলাকার আলতাফ হোসেনের মেয়ে।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। এতে তার ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে।




-20260125050728.jpg)




-20260121194743.jpg)




-20260117175219.jpg)
-20260117175020.jpg)






-20260121194743.jpg)




-20260125050728.jpg)
আপনার মতামত লিখুন :