ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

রোভার স্কাউট জাহিদ পেলেন জাতীয় অ্যাওয়ার্ড

ভোরের মালঞ্চ | মোঃ রাসেল জুলাই ৪, ২০২৫, ০৭:৪৯ পিএম রোভার স্কাউট জাহিদ পেলেন জাতীয় অ্যাওয়ার্ড

"ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড" অর্জন করলেন সিনিয়র রোভার মেট মো. জাহিদ হোসেন

বাংলাদেশ স্কাউটস লক্ষ্মীপুর জেলা রোভারের উদ্যোগে অ্যাওয়ার্ড ও সাটিফিকেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।

( মঙ্গলবার ২৪ জুন )  বিকেলে লক্ষ্মীপু্র সরকারী কলেজ হলরুমে বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় মর্যাদাসম্পন্ন স্বীকৃতি "ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড" ও সাটিফিকেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। 

প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. জাহিদ হোসেন (PS, CDS)। বর্তমানে তিনি কফিল উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্মানজনক এই অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তাঁর হাতে তুলে দেন লক্ষ্মীপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর মঞ্জুরুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর মো. মাঈন উদ্দিন পাঠান, গ্রুপ সভাপতি প্রতিনিধি মাহবুবে এলাহী, জেলা রোভারের সম্পাদক মো. আলী,  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা রোভারের বিভিন্ন ইউনিটের রোভার সদস্য বৃন্দ। 

জেলার স্কাউট ইতিহাসে এ অর্জন এক অনন্য মাইলফলক—যা শুধু মো. জাহিদ হোসেন নয়, বরং লক্ষ্মীপুর জেলা রোভার স্কাউট ইউনিটের প্রতিটি সদস্যের জন্য এক অগাধ প্রেরণার উৎস।

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও স্কাউট চেতনায় অনুপ্রাণিত এক অভিজ্ঞান—যেখানে সততা, সেবাবোধ এবং নেতৃত্বের মূল্যবোধকে উদযাপন করা হলো অনন্য সম্মানে।

Side banner