ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জুলাই ১৬, ২০২৫, ১২:৩১ পিএম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।

 

বুধবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সদরের উলপুরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

 

পুলিশ জানায়, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর পদযাত্রা কর্মসূচি বানচাল করতেই হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত ৪ পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

 

এদিকে, পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় জেলায় উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়া, উলপুরেই ইউএনওর গাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়।

 

অন্যদিকে, কংশুর এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হামলাকারীরা। পরে প্রশাসন গিয়ে সেগুলো সড়ক থেকে সরিয়ে নেয়।

 

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Side banner