সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরুণী তাছলিমা আক্তার হিরা (২০) যশোর জেলার বাগআচড়া এলাকার শাহজাহান গাজীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরে একটি শোরুমে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
ভাড়া বাসার মালিক মাছুম বিল্লাহ্ শুভ জানান, দিনভর ঘরের দরজা না খোলায় বিকেলে তাছলিমার কর্মস্থলে খবর দেয়া হয়। এরপর তার সহকর্মী এসে ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে সাড়া পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি আত্নহত্যা না স্বাভাবিক মৃত্যু, নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা উৎঘাটনে কাজ করছে পুলিশ।








-20251026033135.jpg)































আপনার মতামত লিখুন :