ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির

অভিযানে চলতি বছর শতকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ২৩, ২০২৫, ০৮:৪৫ পিএম অভিযানে চলতি বছর শতকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা থেকে চলতি বছরের দশ মাসে একশো ১০ কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ সুলতানপুর ব্যাটালিয়ন।

 

সবশেষ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিজিবি ৬০ ব্যাটালিয়ন বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়।

 

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুড়িচং সীমান্ত এলাকায় বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় ১ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় চশমা জব্দ করা হয়।

 

তবে এসময় চোরাকারবারির সঙ্গে যুক্ত কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

মাদক ও চোরাচালান বন্ধে জওয়ানরা সর্বদা সতর্কাবস্থায় রয়েছে এবং সীমান্তে  এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।

Side banner