ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

মারা গেছেন সন্ত্রাসী হামলায় আহত চর আবাবিলের আশরাফুল 

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার জানুয়ারি ২০, ২০২৬, ০৬:৩১ পিএম মারা গেছেন সন্ত্রাসী হামলায় আহত চর আবাবিলের আশরাফুল 

লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত আশরাফুল ইসলাম (২৪) মারা গেছেন। ঢাকা নিউ লাইফ হসপিটালে টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আশরাফুল। মঙ্গলবার (২০ জানুয়ারি) স্বজনরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 


আশরাফুল ইসলাম উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মো. আজিজুল হকের ছেলে। 


এরআগে গত বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডালি কান্দি বিলসংলগ্ন সিকদার বাড়ির সামনে তার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় আশরাফুল ইসলামের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয় এবং হাত-পা ভেঙে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ঢাকা নিউ লাইফ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে টানা ৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুবরণ করেন। 


এদিকে, এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায়, নাহিদ বেপারী, শাহীন বেপারী, হাবিব বেপারী, সুফিয়ান বেপারী, বজু বেপারী, শাকিল বেপারী ও সোহাগ বেপারীসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়েছে। মামলায় রায়পুর থানা পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেফতার করে।


এজহার সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা কৌশলে মোবাইল ফোনে ডেকে এনে আশরাফুল ইসলামকে ঘিরে ধরে। এরপর লোহার হাতুড়ি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। একপর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যারও চেষ্টা চালানো হয়। 


আশরাফুল ইসলামের স্বজনরা বলেন, মারধর ও হত্যাচেষ্টার ঘটনাটি পরিকল্পিত ছিল। পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তাকে হত্যাচেষ্টা করে। গত কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। কিন্তু ৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর মারা গেছে। আমরা পরিকল্পিত এই হত্যাকাণ্ডের বিচার চাই। প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, দ্রুত যেন অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করে।  
 

Side banner