ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

স্বাধীনতা স্পোটিং ক্লাবের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার জানুয়ারি ২০, ২০২৬, ০৯:২০ পিএম স্বাধীনতা স্পোটিং ক্লাবের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে শেষ হলো লক্ষ্মীপুরের এসপিএল সিজন-১৭ মরহুম হারিস মিয়া সওদাগর শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের। ‎মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সদর উপজেলার নন্দনপুর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠানটি হয়। ‎


‎সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আবুল খায়ের ভুঁইয়া।
‎স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাউথ আফ্রিকা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান।


‎এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রেদোয়ান রঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এড. মাহবুব খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, আলিফ মীম হাসপাতালের চেয়ারম্যান হাজি আমির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান নাসির, সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক শফিক হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল কিবরিয়া সোহেল, স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল কবির, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান রুবেল প্রমুখ।


‎এর আগে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রিম মিম রয়েলস বনাম তোফায়েল এন্ড সন্স। এতে তোফায়েল এন্ড সন্স করে ২১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিম মিম রয়েলস। ‎পরে বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে প্রাইজমানি তুলে দেন অতিথিরা।
 

Side banner