লক্ষ্মীপুরে যুবদল কর্মী বেল্লাল হোসেনের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার হাসন্দী গ্রামের সভাটি হয়। ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও যুবদল স্মরণ সভার আয়োজন করে।
সভায় বেলালের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১নং উত্তর হামছাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আলম, সদর উপজেলার পশ্চিম যুবদলের সদস্য আরিফ খান জয়, উত্তর হামছাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন, ইউনিয়ন যুবদল নেতা তফু আহমেদ ও ইমরান হোসেন সহ আরও অনেকে।
বক্তারা বলেন, বেল্লাল হোসেন বড় কোন পদে ছিল না। তবুও তবে বিগত ১৭ বছর ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় পরবর্তী সময়ে দলীয় সকল প্রোগ্রামে উপস্থিত থাকতো। লক্ষ্মীপুর নয় ঢাকা ও চট্টগ্রামের কর্মসূচিতেও যেতো। মৃত্যুর আগের দিনও বেল্লাল ধানের শীষ মার্কা বিজয়ের লক্ষ্যে গণসংযোগ করেছেন। কিন্তু ঘটনার সময় হঠাৎ অসুস্থ হয়ে সে মৃত্যুবরণ করে।
আরও বলেন, বেল্লালের আর্থিক অবস্থা ভালো ছিলো না। তারপরেও দলের প্রয়োজনে সামর্থ অনুযায়ী টাকা ব্যয় করতেন। আজ আকষ্মিক মৃত্যুতে বেল্লালের পরিবার অসহায় হয়ে পড়েছে। তাঁর স্ত্রী দুই সন্তান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এজন্য ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়েছে। আমরা নিজেদের সাধ্য অনুযায়ী তার পরিবারের পাশে থাকবে। এছাড়া আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে, তাদের সমস্যার স্থায়ী সমাধান আমরা করবো।
উল্লেখ্য: বেল্লাল হোসেন উত্তর হামছাদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন। সে হাসন্দী গ্রামের তসলিম ভুঁইয়ার ছেলে। গত ১৭ জানুয়ারি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।




-20260125050728.jpg)




-20260121194743.jpg)




-20260117175219.jpg)
-20260117175020.jpg)






-20260121194743.jpg)




-20260125050728.jpg)
আপনার মতামত লিখুন :