ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

গাজীপুরে আবুল কাসেমের দাফন সম্পন্ন

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৩:০৮ পিএম গাজীপুরে আবুল কাসেমের দাফন সম্পন্ন

গাজীপুরের ধীরাশ্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় মৃত্যুবরণকারী শিক্ষার্থী আবুল কাসেমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের রাজবাড়ি ময়দানে অনুষ্ঠিত জানাজায় বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাসহ শত শত লোক উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আবুল কাসেমের মরদেহবাহী গাড়িটি রাজবাড়িতে এসে পৌঁছায়। এর আগে থেকেই শত শত লোক রাজবাড়ি মাঠে এসে উপস্থিত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়।

Side banner