ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দাবানলের পর এবার ভয়াবহ বন্যার কবলে ইসরাইল

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক মে ৬, ২০২৫, ০৮:০৫ পিএম দাবানলের পর এবার ভয়াবহ বন্যার কবলে ইসরাইল

দাবানলের ভয়াবহতা পুরোপুরি না কাটতেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইসরায়েল। রবিবার (৪ মে) থেকে দেশটির দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা রোববার বিকেল নাগাদ ভয়াবহ রূপ নেয়। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

 

খবরে বলা হয়, বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের প্রধান প্রবেশপথসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। একইসঙ্গে জনগণকে বন্যাকবলিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

 

দক্ষিণ ইসরায়েলের আরও একটি শহর দিমোনাতে রেকর্ড পরিমাণ বজ্রপাত ও শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার (১.৩ ইঞ্চি) এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার (০.৭ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

 

ইসরায়েল পুলিশ জানিয়েছে, বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনগণকে প্লাবিত রাস্তা, পাহাড়ি ঝরনা কিংবা জলাশয়ের আশপাশে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, এ ধরনের এলাকা অতিক্রম করার চেষ্টা জীবন হুমকির মুখে ফেলতে পারে।

 

বিপদজনক বিবেচনায় প্রশাসন বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মিৎজপে র‍্যামন থেকে কেতুরা জংশন, আইন গেদি থেকে হা’আরাভা জংশন হয়ে ইলাত পর্যন্ত এবং ইলাত শহর সংযোগকারী এক্সিট পয়েন্টগুলো বন্ধ রাখা হয়েছে।

 

এর আগে ইসরায়েলে বেশ কয়েকটি দাবানল ভয়াবহ ক্ষতি সাধন করেছিল। দেশটির বনাঞ্চল ও প্রাকৃতিক সংরক্ষিত এলাকাগুলোতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। এখন সেই ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই আকস্মিক বন্যা আবারও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।

 

আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণাঞ্চলে আরও বৃষ্টি হতে পারে, যার ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Side banner