সরকারি বাহিনী, বেদুইন মিলিশিয়া এবং স্থানীয় দ্রুজ যোদ্ধাদের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি। রোববার থেকে শুরু হওয়া লড়াইয়ে এখন পর্যন্ত ২০৩ জনের প্রাণ গেছে। নিহতদের মধ্যে ৯৩ জনই সরকারি বাহিনীর। বাকিরা বেদুইন এবং দ্রুজ সম্প্রদায়ের।
যুদ্ধবিরতি উপেক্ষা করে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে সুয়েইদার বিভিন্ন স্থানে। ক্ষতিগ্রস্ত শহরটির গুরুত্বপূর্ণ সব এলাকার প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে।
আটকা পড়া সেনাসদস্যদের উদ্ধারে হামা এবং হোমস প্রদেশ থেকে আরও সেনাবহর পাঠাচ্ছে প্রশাসন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। অঞ্চলটিতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়া প্রশাসন। অথচ, সংঘাত কবলিত এলাকাতেই হামলা চালাচ্ছে ইসরায়েল।
সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় এই অভিযান বলে জানিয়েছে তেলআবিব। দক্ষিণাঞ্চলীয় শহর- সুয়েইদা দ্রুজ সম্প্রদায়ের সবচেয়ে বড় আবাস। বরাবরই তাদের সুরক্ষায় নেতানিয়াহু প্রশাসন সোচ্চার।
সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস, টাইমস অব ইসরায়েল।
আপনার মতামত লিখুন :