ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
আল-আকসা মসজিদে

জুমার নামাজ আদায় করেছেন দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ১৮, ২০২৫, ০৫:৩৪ পিএম জুমার নামাজ আদায় করেছেন দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি

ইসরায়েলি দখলদার বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গত শুক্রবার আল-আকসা মসজিদে দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি জুমার নামাজ আদায় করেছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল-আসবাত এবং আল-আমুদ গেটের কাছে তল্লাশি চৌকি বাড়িয়ে দেয় এবং পরিচয়পত্র পরীক্ষা করে। ইসরায়েলি বাহিনী পুরনো শহরে প্রবেশ সীমিত করে। আল-আসবাত গেটের কাছে একজন বৃদ্ধ ও এক যুবক নামাজিকে প্রহার করে মসজিদে ঢুকতে বাধা দেওয়া হয়। এছাড়াও, ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীরের হাজার হাজার ফিলিস্তিনিকে জেরুজালেমে পৌঁছাতে বাধা দিয়েছে, কারণ সামরিক চেকপয়েন্ট পার হতে তাঁদের বিশেষ অনুমতির প্রয়োজন ছিল।

তথ্যসূত্র গালফ টাইমস।
Side banner