ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
লক্ষ্মীপুর সরকারি কলেজ

বিএনসিসির আয়োজনে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার অক্টোবর ১৫, ২০২৫, ০৯:২২ পিএম বিএনসিসির আয়োজনে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত

লক্ষ্মীপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে ও কুমিল্লা ময়নামতি রেজিমেন্টের আদেশে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর)  বেলা সাড়ে ১১ টায় কলেজ মাঠে অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের ট্রেনিং দেওয়া  হয়।
এর আগে কলেজের  একটি শ্রেনি কক্ষে আগুন নিবানোর বিষয় নিয়ে সেমিনার করা হয়।

 লক্ষ্মীপুর সরকারি কলেজ বিএনসিসির পিইউও শফিকুল ইসলামের সভাপতিত্বে  ও বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার সানিয়াত হাবিব ইরামের সঞ্চালনায়  কোর্সটি উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ মুহাম্মদ মঞ্জুরুর রহমান।
এই সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন ডিগ্রি কলেজের পিইউও নিয়াজ মোরশেদ,রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের শিক্ষক ও ৬ বিএনসিসি ব্যাটালিয়ান কমান্ডার ল্যাফটেন্ট হাবিবুল্লাহ, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান হাসিবুর সিদ্দিক,  ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ শাহজাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক ও ফায়ার সার্ভিসের সদস্য এবং বিএনসিসির বিভিন্ন সদস্যবৃন্দ।
কোর্সটি সার্বিক ভাবে পরিচালনা করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লক্ষ্মীপুর সদর উপজেলার স্টেশন কমান্ডার রঞ্জিত কুমার সাহা।

কোর্সটির মাধ্যমে বিএনসিসির সদস্যরা আগুন নিয়ন্ত্রণের ধারণা নিয়ে  মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান অতিথিরা।

Side banner