ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

মেয়ের নাম প্রকাশ্যে এনে আরবাজ পত্মী লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ৮, ২০২৫, ১০:১৮ পিএম মেয়ের নাম প্রকাশ্যে এনে আরবাজ পত্মী লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

কন্যা সন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা ও নির্মাতা আরবাজ খান। সম্প্রতি তাদের একটি ভিডিওতে ভরে যায় ভক্তদের মন। তাতে দেখা যায়, আরবাজের কোলে সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তান, সঙ্গে স্ত্রী শুরা খান। এ সময় অভিনেতার চোখে-মুখে দেখা যায় আনন্দের ছাপ।

বিজ্ঞাপন

সেই ভিডিওতে দেখা যায়, হাসপাতাল থেকে বের হচ্ছিলেন আরবাজ। তার কোলে ছিল নরম কম্বলে মোড়া ছোট্ট কন্যা। চারপাশে ফ্ল্যাশ ও ক্যামেরার ঝলকানি থাকলেও আরবাজের মুখে কোনো অস্থিরতা দেখা যায়নি। বরং তিনি পাপারাজ্জিদের শুভেচ্ছা জানালেন এক মিষ্টি হাসি দিয়ে।

এটাই আরবাজের কন্যাসহ প্রথম প্রকাশ্যে আসা মুহূর্ত। তার জীবনে এটি নতুন একটি অধ্যায়। তবে, ‘দাবাং’ খ্যাত এই অভিনেতা ইতোমধ্যেই এক পুত্রসন্তানের বাবা।

এরই মধ্যে সেই কন্যার নাম প্রকাশ্যে; যা জেনে উচ্ছ্বসিত তাদের ভক্তরা। জানা গেছে, আরবাজ তাদের কন্যার নাম রেখেছেন ‘সিপারা খান’।

ইতোমধ্যেই শুরা ইনস্টাগ্রামে জানিয়েছেন তাদের কন্যার নাম। সঙ্গে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। আর উচ্ছ্বসিত ভক্তরাও মন্তব্যঘরে লিখছেন, ‘মাশাআল্লাহ’। বলে রাখা ভালো, কোরাআনের ৩০টি পারার একটি অংশকে বলা হয় ‘সিপারা’। 

প্রসঙ্গত, ২০২৩ সালে প্রথম স্ত্রী মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের সাত বছর পর ভালোবেসে শুরার সঙ্গে ঘর বাঁধেন আরবাজ খান। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ছোট্ট পরিসরে তাদের বিয়ে হয়। 

Side banner