ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস কন্নড়'-এর প্রাক্তন প্রতিযোগী ও কন্নড় ছবির অভিনেত্রী দিব্যা সুরেশ সড়ক দুর্ঘটনার মামলার সঙ্গে জড়িয়েছেন। গত ৪ অক্টোবর গভীর রাতে বেঙ্গালুরুর বাইতারায়নপুরা এলাকায় তার দ্রুতগামী কালো গাড়ির ধাক্কায় একটি মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিনেত্রী।
পুলিশের প্রাথমিক তদন্তে দুর্ঘটনার জন্য দিব্যা সুরেশের গাড়িটিকেই চিহ্নিত করা হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় গাড়িটি। আহত মোটরসাইকেল আরোহীদের একজন তিন দিন পর বাইতারায়নপুরা ট্র্যাফিক পুলিশ স্টেশনে একটি মামলা (এফআইআর) দায়ের করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে গাড়িটি দিব্যা সুরেশের এবং তিনিই সেটি চালাচ্ছিলেন। এরপর পুলিশ গাড়িটি জব্দ করে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে।
এই মামলার প্রেক্ষিতে পরে নীরবতা ভেঙেছেন দিব্যা সুরেশ। সামাজিক মাধ্যমে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজের একটি স্ক্রিনশট এবং একটি মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে তার দাবি, ‘ভুল পুরোপুরি বাইক চালকের। বাইকটিতে তিনজন আরোহী ছিলেন এবং তাদের কারও মাথায় হেলমেট ছিল না। গাড়িটি যখন নিয়ম মেনে বাঁক নিচ্ছিল, ঠিক তখনই বাইকটি অপ্রত্যাশিতভাবে এসে সজোরে ধাক্কা মারে।’
এই মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে কন্নড় ভাষায় দিব্যা সুরেশ একটি সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘মহৎ হৃদয়ের মানুষজনদের মন্তব্যগুলির জন্য অনেক ধন্যবাদ। সত্যের জয় অনিবার্য।’ এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত ইঙ্গিত দিয়েছেন যে তিনি নিজেকে নির্দোষ মনে করেন এবং তার বিশ্বাস, চূড়ান্ত তদন্তে সত্য উদ্ঘাটিত হবে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে অনিতা (৩৩) নামের এক নারীর পায়ে গুরুতর চিড় ধরে এবং অস্ত্রোপচার করতে হয়। মোটরসাইকেল চালক কিরণ (২৫) এবং অন্য আরোহী অনুশা (২৪) সামান্য আঘাত পান।
যেহেতু দিব্যা সুরেশ একজন সুপরিচিত ব্যক্তিত্ব, তাই এই ঘটনাটি ভারতে ট্র্যাফিক আইন ও সড়ক নিরাপত্তার বিষয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে।








-20251026033135.jpg)































আপনার মতামত লিখুন :