বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় যোগ দিতে গিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন পরিচালক ও প্রযোজক করণ জোহর। স্মরণসভার মতো গুরুগম্ভীর অনুষ্ঠানে তার গাড়িতে বসে হাসিমুখে ফোনালাপের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। হাসির এই দৃশ্য দেখে অনেকেই তাকে ‘জোকার’ ও ‘নির্লজ্জ’ বলে অভিহিত করেন।
গত ২৪ নভেম্বর প্রয়াত হন ধর্মেন্দ্র। এরপর মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে সানি দেওল ও ববি দেওলের আয়োজনে একটি স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহরুখ খান, সালমান খান, রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন।
তবে করণ জোহরকে গাড়ি থেকে নামার সময় হাসিমুখে ফোনে কথা বলতে দেখে অসন্তুষ্ট হন বহু নেটিজেন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘স্মরণসভায় এসে এমন নির্লজ্জের মতো হাসার কোনো মানে হয় না।’
আরেকজনের মন্তব্য, ‘দেখে তো মনে হচ্ছে না তিনি কারও শেষ বিদায়ের অনুষ্ঠানে যাচ্ছেন, যেন কোনো ককটেল পার্টিতে এসেছেন!’ করণ জোহর অবশ্য এই সমালোচনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।




-20260125050728.jpg)




-20260121194743.jpg)




-20260117175219.jpg)
-20260117175020.jpg)






-20260121194743.jpg)




-20260125050728.jpg)
আপনার মতামত লিখুন :