তরুণ প্রজন্মের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে সবার কাছে পরিচিতি লাভ করেছেন শিমুল শর্মা। এতে শিমুলকে কাবিলার নোয়াখালী এলাকার ছোট ভাইয়ের চরিত্রে দেখতে পান দর্শকরা।
নির্মাতা অমির সহকারী থেকে অভিনয়ে অভিষেক হয় শিমুলের। ছোট ছোট বিভিন্ন চরিত্রের মতো ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে তার চরিত্রটি সাদোরে গ্রহণ করে নেয় দর্শকরা। ফলে অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে উঠেন তিনি। বর্তমানে প্রচার হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।
সিরিজটির নতুন সিজন প্রচারে আসার পর এরইমধ্যে গুঞ্জন উঠেছে―আগামী পর্বগুলোয় হয়তো শিমুলকে আর নাও দেখা যেতে পারে! এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক চর্চা হচ্ছে। কেননা, কিছুদিন আগেই ‘ব্যাচেলর পয়েন্ট’র সংবাদ সম্মেলন হয়। সেখানে অন্যান্য শিল্পীরা থাকলেও দেখা মিলেনি তার। আবার সম্প্রতি প্রকাশ হওয়া পোস্টারেও নেই তিনি। ফলে শিমুলের না থাকার গুঞ্জন জোরালো হচ্ছে ক্রমেই।
এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি বাদ পড়ছেন শিমুল? এ ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, গল্পের প্রয়োজনে রাখা হয়েছিল আমাকে। কাবিলা ভাইয়ের আম্মা যেহেতু অসুস্থ, তাই গল্পের প্রয়োজনেই নোয়াখালী যেতে হচ্ছে আমাকে। তবে আগামীতে যদি আবার প্রয়োজন হয়, তখন ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরব।
শিমুল আরও বলেন, আমি নিজেকে অমি ভাইয়ের টিমের বাইরে কেউ বলে কখনো মনে করি না। ব্যক্তিগতভাবে নিজেকে সময় দিচ্ছি এখন। আমিতো মূলত অভিনেতার আগে নির্মাতা হতে চেয়েছি, এ জন্য সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। কথা হয়েছে কিছু জায়গায়। এরইমধ্যে অন্য একটি কনটেন্টে অভিনয়ও করেছি। পোস্ট প্রোডাকশন চলছে। হয়তো কিছুদিনের মধ্যেই সেটি রিলিজ হবে।
প্রসঙ্গত, আট বছর আগে শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। প্রচারে আসার পর থেকেই আলোচনায় উঠে আসে সিরিজটি। কেননা, এর প্রতিটি সিজনই গ্রহণ করে নিয়েছিল দর্শকরা। ফলে এর একেকটি সিজন শেষ হওয়ার পরই পরবর্তী সিজন নিয়ে দাবি জানায় দর্শকরা। বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ প্রচার হচ্ছে।
আপনার মতামত লিখুন :