ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

আজও দেশের বিভিন্ন স্থানে নেয়া হচ্ছে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক ডিসেম্বর ৬, ২০২৫, ১২:৩৭ পিএম আজও দেশের বিভিন্ন স্থানে নেয়া হচ্ছে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা

আজও দেশের বিভিন্ন স্থানে নেয়া হচ্ছে, মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি।

 

সিলেট, পাবনা, রাজশাহী, জামালপুর, কুড়িগ্রাম, ফেনীসহ নানা জেলায় সকাল থেকেই শুরু হয় পরীক্ষা। ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

 

শিক্ষা কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও শিক্ষার্থীরা বলেন, হুটহাট রুটিন পরিবর্তনের কারণে ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি তারা।

Side banner