যুব এশিয়া কাপ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ফটোসেশন করেছে টাইগার যুবারা। পরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম গণমাধ্যমের মুখোমুখি হন।
গত দুই আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাংলাদেশের। সেই আশা নিয়েই দুবাই যাবে আজিজুল হাকিম তামিমের দল। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল দারুণ ফর্মে আছে। গত কয়েক মাসে তারা কোনো সিরিজ হারেনি। অধিনায়ক তামিম দলের ধারাবাহিক জয়ের উপর ভরসা রাখছেন এবং দলকে ইতিবাচক মনোবল দিয়ে এগিয়ে নিতে চান।
তামিম বলেন, 'আমরা প্রায় সবগুলো সিরিজেই জিতছি এবং শেষ কয়েকটা সিরিজ ড্র হয়েছে। আমরা এখন একটা সিরিজও হারিনি। তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করব, ইনশাআল্লাহ।'
দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সংযোজন এবং কঠোর সিরিজের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে দলের শক্তি হিসেবে দেখছেন তামিম, 'পরিবর্তন শুধু আমি মনে করি অভিজ্ঞতা। আমরা যতগুলো ম্যাচ খেলছি সবমিলিয়ে বিশ্বে মনে হয় এত বেশি ম্যাচ কেউ খেলেনি। আর সবাই এখানে অভিজ্ঞ খেলোয়াড়। যেমন জীবনও এখন দলে যুক্ত হয়েছে। ওই হিসেবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।'
এই বছরের খেলা ম্যাচের পরিমাণ ও অভিজ্ঞতা দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে, 'হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখেন যে আশা করা যায় যে আমরা যেভাবে ম্যাচ আপনারা বললেন যে আমরা মনে হয় ৩০টিরও বেশি ম্যাচ খেলেছি। এই বছরটা অনেক সিরিজ হয়েছে। আমাদের খেলোয়াড়দের ভালো অভিজ্ঞতা হয়েছে। বিশ্বকাপ খেলা দুইজনও দলে আছে, ইমন আর জীবন। ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা।'
দলের লক্ষ্য ও চ্যাম্পিয়নশিপের মনোভাব নিয়ে তামিম বলেছেন, 'আমরা সবসময় ভিতর থেকে থাকে যে আমরা একটা ভালো কিছুর চ্যাম্পিয়নের জন্য। কিন্তু আমরা প্রসেসে বিশ্বাসী। ভিতর থেকে তো আশা থাকবে ইনশাআল্লাহ হ্যাটট্রিকের (চ্যাম্পিয়নশিপের) কিন্তু আমরা প্রসেসে বিশ্বাসী, দেখা যাক আল্লাহ ভরসা।'




-20260125050728.jpg)




-20260121194743.jpg)




-20260117175219.jpg)
-20260117175020.jpg)






-20260121194743.jpg)




-20260125050728.jpg)
আপনার মতামত লিখুন :