হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে দারুণ বার্তা দিল যুবারা। শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বড় লক্ষ্য তাড়া করে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে লাল-সবুজরা।
টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৮৩ রান।
জবাবে বাংলাদেশ শুরু থেকেই দেখায় আত্মবিশ্বাসী ব্যাটিং। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগের দৃঢ়তায় জয়ের ভিত গড়ে ওঠে খুব দ্রুত।
রান তাড়ায় নেমে শুরুতেই আক্রমণাত্মক মেজাজে খেলেন বাংলাদেশের আবরার ও রিফাত। দুজনের ব্যাটে ২৭তম ওভারেই আসে ১৫১ রানের উদ্বোধনী জুটি।
৬৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রান করে রিফাত আউট হলেও ক্রিজে রাজত্ব করেন আবরার। সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। ১১২ বলে ৯ চার ও ৬ ছক্কায় করেন ৯৬ রান।
ওপেনারদের বিদায়ের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকীর দৃঢ়তায় আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দল। দুজনে গড়েন ৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। কালাম ৩৬ বলে ৫ চারে ২৯ রান করে ফিরলেও, তামিম ৪৮ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন।
শেষদিকে হঠাৎ দুই উইকেট হারিয়ে কিছুটা নাটকীয়তা তৈরি হয়। মোহাম্মদ আব্দুল্লাহ ও সামিউন বসির দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে।
তবে শেখ পারভেজ জীবনকে সঙ্গে নিয়ে ঠাণ্ডা মাথায় বাকি কাজটা সারেন রিজান হোসেন। জয়ের এক রান আগে জীবন আউট হলেও ১৩ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিজান।
এর আগে আফগানিস্তানের ইনিংসে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। দলীয় ১৬ রানে খালিদ আহমদজাইকে ফেরান সাদ ইসলাম। এরপর ওসমান সাদাত ও ফয়সালের জুটিতে কিছুটা এগিয়ে যায় আফগানরা। সাদাত ৩৪ রানে ফিরলেও ফয়সাল খেলেন দুর্দান্ত সেঞ্চুরি ইনিংস। ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করে আউট হন তিনি।
ফয়সালের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ নিয়ে শঙ্কায় পড়ে আফগানিস্তান। তবে শেষদিকে আজিজউল্লাহ মিয়াখিল (৩৮) ও আব্দুল আজিজের (২৬) ঝোড়ো ক্যামিওতে ২৮৩ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় তারা।
বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন।



































আপনার মতামত লিখুন :