ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেল বকেয়ার ৫ কোটি টাকা

ভোরের মালঞ্চ | ফরহাদ হোসেন ডিসেম্বর ১০, ২০২৫, ০৭:৪৯ পিএম লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেল বকেয়ার ৫ কোটি টাকা

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন (লামগ্রান্ট ও আনুতোষিক) বকেয়া ৪ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৬৪৫ টাকা প্রদান করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ৪টি ধাপে বকেয়া টাকা পরিশোধ করা হয়। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পৌরসভা হল রুমে শেষ ধাপে ৬৩ লাখ ৩৮ হাজার ২১৯ টাকার চেক বিতরণের মাধ্যমে বকেয়া টাকা প্রদান সম্পন্ন করে পৌর কর্তৃপক্ষ।

 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর রফিকুল আহসান, সাবেক সভাপতি জেড এম ফারুকী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূইয়া তফন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী।  পৌরসভা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত ৭৯ জন কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন বকেয়া ছিল দীর্ঘদিন। পৌরসভার বর্তমান প্রশাসকের উদ্যোগে তাদের মধ্যে অবসরকালীন বকেয়ার ৪ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৬৪৫ টাকা প্রদান করা হয়েছে। আজ শেষ ধাপে ৯ জনকে ৬৩ লাখ ৩৮ হাজার ২১৯ টাকার চেক বিতরণ করা হয়।  


বক্তারা বলেন, ‘ক’ শ্রেণির পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের প্রাপ্য সুযোগ-সুবিধা বকেয়া থাকে। বিষয়টি দুঃখজনক। অবসরকালীন সময়ে অবসরপ্রাপ্তরা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন, এমনটিই হওয়ার কথা। তাদের পাওনা বকেয়া রাখা কোন অবস্থায়ই ঠিক হয়নি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পৌর প্রশাসন ও প্রশাসকের আন্তরিকতায় অবসরকালীন সকলে তাদের প্রাপ্য সুবিধা বুঝে পেয়েছে। এটি খুবই আনন্দের। আশা করছি ভবিষ্যতে, কোন কর্মকর্তা-কর্মচারির টাকা বকেয়া পড়বে না। সে লক্ষ্য নিয়ে পৌর কর্তৃপক্ষ খেয়াল রাখবে। 

Side banner