ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রাজধানীতে কেমিক্যালের ড্রাম কাটার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক নভেম্বর ২৭, ২০২৩, ০১:৪৫ পিএম রাজধানীতে কেমিক্যালের ড্রাম কাটার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ে একটি কন্সট্রাকশন সাইটে থিনারের কেমিক্যাল ড্রাম কাটার সময় ৪ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন দুইজনের অবস্থা আশঙ্কাজনক বাকি দুইজন আশঙ্কামুক্ত। 

 

সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মোজাফফর (২৬), রফিকুল (১৮), সরলাল দাস (৪৫) ও মো রবিন (১৯)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম।

 

তিনি বলেন সকালের দিকে আগারগাঁও থেকে কেমিক্যালের ড্রাম কাটার সময় বিস্ফোরণে দগ্ধ চারজন জরুরি বিভাগে এসেছে। এদের মধ্যে মোজাফফরের শরীরের ৩ শতাংশ রফিকুলের শরীরের ৪৫ শতাংশ, সরলাল দাসের শরীরের ৩ শতাংশ ও মো রবিনের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে রফিকুল ও রবিনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুইজনের অবস্থা শঙ্কামুক্ত রয়েছে। চারজনেরই জরুরি বিভাগে চিকিৎসা চলছে বলে জানান তিনি।

Side banner