ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

অন্ধকার নেমে এলে ৩০০ ফিট এলাকায় ছড়িয়ে পড়ে ভয়

ভোরের মালঞ্চ | মুকিতুর রহমান সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:৩৪ পিএম অন্ধকার নেমে এলে ৩০০ ফিট এলাকায় ছড়িয়ে পড়ে ভয়

রাতের রাজধানী মানেই নিস্তব্ধতা আর স্বস্তি-এটাই ছিল সাধারণ ধারণা। কিন্তু রাজধানীর প্রান্ত ঘেঁষা ৩০০ ফিট সড়কে এখন নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। রাত গভীর হলেই এই সড়কে শুরু হয় ছিনতাই, গুলিবর্ষণ, অস্ত্রের ঝনঝনানি ও বাইক রেসের বেপরোয়া দৌড়। যেন আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অপরাধীরা গড়ে তুলেছে এক ‘অপরাধ সাম্রাজ্য’।

 

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া রোডে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত পথরোধ করে তরুণ মিক্সার অপারেটর জিসানকে। অ্যাকশন ক্যামেরায় ধরা পড়ে দুর্বৃত্তদের বেপরোয়া হামলা।

 

 

প্রথমে এক ছিনতাইকারী দা হাতে জিসানের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে দৌড়ানোর চেষ্টা করেও রক্ষা পাননি তিনি। ধাক্কা খেয়ে পড়ে গেলে শুরু হয় গুলিবর্ষণ। জিসান ও তার সঙ্গী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন, আর দুর্বৃত্তরা নিয়ে যায় মোবাইল, আইপ্যাড ও মোটরসাইকেল।

 

স্থানীয় দোকানদার জহিরুল ইসলাম বলেন, ‌‘৩০০ ফিট সড়ক এখন শুধু ছিনতাইকারীদের দখলে নয়, এটি পরিণত হয়েছে একাধিক অপরাধচক্রের আশ্রয়। গত এক বছরে সড়কের বিভিন্ন অংশ থেকে অন্তত ২২টির মতো মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর অধিকাংশই ছিল গুলিবিদ্ধ বা গলাকাটা।’

 

সড়কজুড়ে নেই পর্যাপ্ত আলো, নেই কার্যকর সিসিটিভি নজরদারি। অনেক জায়গায় পুলিশি টহলও কম। রাতে চলাচলকারীরা জানান, এখানে রাত নামলেই কেউ নিরাপদ না।

 

ছিনতাইয়ের পাশাপাশি অবৈধ মোটরসাইকেল রেস, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপও নিয়মিত হচ্ছে বলে জানান স্থানীয়রা। রাত ১০টার পর এই সড়কে বাইক গ্যাংদের দৌরাত্ম্য বেড়ে যায়। হঠাৎ হেডলাইট বন্ধ করে চলা বাইকগুলোর গর্জনে ঘুম ভাঙে বাসিন্দাদের।

 

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, রাতে নিরাপত্তা জোরদার করতে হবে। চেকপোস্ট, পর্যাপ্ত আলোকসজ্জা, নিয়মিত পুলিশ টহল এবং সিসিটিভি স্থাপন জরুরি হয়ে পড়েছে। 

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম খবর সংযোগকে বলেন, ৩০০ ফিট এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। চেকপোস্টের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। আমি নিজেও রাতে এসব এলাকায় যাই। বিভিন্ন ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Side banner