দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব ঢাকা মোহামেডানের লিগ শিরোপা নিশ্চিত হয়েছে তিন রাউন্ড আগে। চ্যাম্পিয়ন হওয়ার পর রহমতগঞ্জের বিপক্ষে খেলতে নেমেছিল সাদা-কালো জার্সিধারীরা। সেই ম্যাচে রহমতগঞ্জ ৪-৩ গোলে মোহামেডানকে হারিয়েছে।
গতকাল কুমিল্লায় মোহামেডান-রহমতগঞ্জ ম্যাচ ছিল। বৈরী আবহাওয়া ও মাঠ অনুপযুক্ত থাকায় খেলা ১৮ মিনিট পরই সেটি স্থগিত হয়ে যায়। ওই মুহূর্তে ম্যাচের স্কোরলাইন ছিল– মোহামেডান ২ : রহমতগঞ্জ ১। আজ দুপুর ১টা ১৯ মিনিট থেকে পুনরায় খেলা শুরু হয়। যেখানে ৭২ মিনিটের লড়াইয়ে রহমতগঞ্জ আরও ৩ গোল করে, আর মোহামেডান এক গোল করতে সক্ষম হয়। রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং হ্যাটট্রিক করেছেন। তিনি চলতি লিগে এক ম্যাচে পাঁচ গোলও করেছিলেন। মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে জোড়া ও নাইজেরিয়ান এমানুয়েল এক গোল করেন।
মোহামেডানের চলতি লিগে এটি দ্বিতীয় হার। প্রথম লেগে মোহামেডান শেষ ম্যাচে ফকিরেরপুলের বিপক্ষে হেরেছিল। দ্বিতীয় লেগে আবাহনী ও ফর্টিজের বিপক্ষে ড্র করেছিল মোহামেডান। ফলে ১৬ ম্যাচে মোহামেডানের ৩৮ পয়েন্ট।
রহমতগঞ্জ মোহামেডানকে হারিয়ে এখন রানার্সআপের দৌড়ে। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ ও ব্রাদার্স যৌথভাবে চতুর্থ স্থানে। সমান ম্যাচে কিংস ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আবাহনীর পয়েন্টও ২৮, আজ পয়েন্ট পেলে তারা এককভাবে টেবিলের দ্বিতীয় স্থান পাবে।
আপনার মতামত লিখুন :