ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
যারা মেম্বারও হয়নি

তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে: আবুল খায়ের ভূঁইয়া

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার জুলাই ৬, ২০২৫, ০৮:৫৪ পিএম তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে: আবুল খায়ের ভূঁইয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘একটি পক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বলছে। তারা এ পদ্ধতির সুপারিশ করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই সমস্ত দলের কোনো লোক এই পর্যন্ত বাংলাদেশের একটা মেম্বারও হয়নি। যারা মেম্বার হয়নি তারা গোটা সিস্টেম বদলাতে চাচ্ছে, এটা কখনো বাংলাদেশে সম্ভবপর হবে না।

 

রবিবার (৬ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

Side banner