একজন গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্ট্রেশন করতে হবে। ওই তারিখের পরে এক নামে ১০টির বেশি সিম থাকবে না।
এর আগে একজন গ্রাহক তার একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সীমা কমিয়ে ১০টি নির্ধারণ করা হয়েছে। ফলে এক নামে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্ট্রেশন করতে হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক গণবিজ্ঞপিতে অতিরিক্ত সিম আগামী ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে।
বিটিআরসি জানিয়েছে, একজন গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে, অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্ট্রেশন করতে হবে।
একজনের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা যেকোনো মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে জেনে নেওয়া যাবে।
টেলিযোগাযোগ খাতকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। একাধিক সিম অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ কার্যকর করা হচ্ছে। তবে ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে সংশ্লিষ্ট অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে—এমন আভাসও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :