ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

আন্দোলন আপাতত স্থগিত, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের কথা বললেন ইশরাক

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক মে ২২, ২০২৫, ০৫:২৩ পিএম আন্দোলন আপাতত স্থগিত, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের কথা বললেন ইশরাক

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি।

 

এ সময় ইশরাক হোসেন বলেন, ভুয়া রিট করে আমাকে মেয়র পদে শপথ নেয়াকে বাধাগ্রস্ত করা হয়েছে। রিট খারিজের মধ্য দিয়ে বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে। ঢাকাবাসী আজ দেখিয়ে দিয়েছেন। আমি ইশরাক চিরজীবন ঋণী থাকবো। নগরবাসীকে তারেক রহমান কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

 

তিনি আরও বলেন, সরকারে দুইজন ছাত্র প্রতিনিধির পদত্যাগ না হওয়া পর্যন্ত এ আন্দেলন চলবে। তবে আজকে হাইকোর্টের আদেশের পর বিএনপির সিদ্ধান্তে আপাতত আন্দোলন স্থগিত করা হচ্ছে।

Side banner