লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ ইব্রাহিম (৩২) নামে এক ব্যক্তিকে মাদক(গাঁজা) সেবনের সময় এক পুরিয়া গাঁজা সহ ইয়াবা সেবনের সরঞ্জাম ও জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশি সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেন এর সার্বিক দিক নির্দেশনা, রায়পুর-রামগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার মোঃ জামিলুল হক (পিপিএম) এর সার্বিক তত্বাবধান ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞার তৎপরতায় ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
সে দীর্ঘদিন ধরে মাদক সেবন, বিক্রি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত রয়েছে।
ইতোপূর্বে তার বিরুদ্ধে রায়পুর থানায় দু'টি চুরির মামলা ও রামগঞ্জ থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
বহুদিন ধরে তাকে ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশ।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার এস,আই মহিউদ্দিন আহমদ সঙ্গীয় ফোর্সসহ গতকাল ২১ মে রোজ বুধবার আনুমানিক রাত ১২ঃ৪৫ মিনিটের সময় রায়পুর পৌর শহরের ১নং ওয়ার্ডস্থ পূর্বলাছ এলাকার গণকবরস্থান রোডের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ইব্রাহিম রায়পুর উপজেলাধীন ১০ নং রায়পুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ মাঝি বাড়ির মৃত হানিফ মাঝির ছেলে এবং বর্তমানে রায়পুর পৌর ০১নং ওয়ার্ডস্থ পূর্বলাছ এলাকার মোঃ মমিনের বাসার ভাড়াটিয়া।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা জানান, অভিযুক্ত ইব্রাহিম পুলিশের তালিকাভুক্ত আসামি হওয়ায় দীর্ঘদিন যাবত তাকে খোঁজ করে গতকাল রাতে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয় এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইমরান খান এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের সাজা দিলে তাকে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :