লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের এল,এম পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রিজের ওপর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সুজন সর্দার (২৪) নামে এক যুবকের।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২২ মে) সকাল আনুমানিক পৌঁনে ৯টার সময় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এল,এম পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রিজের ওপর মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সুজন সর্দার বুকে প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসার জন্য স্বজনরা রায়পুর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতির কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় রেফার করেন।ঢাকা নেওয়ার পথে চাঁদপুরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনরা সেখানকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে আনুমানিক দুপুর ১২টায় সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সুজন রায়পুর পৌর শহরের ৩নং ওয়ার্ডস্থ আব্দুর রহমান হাজী বাড়ির সিরাজ সর্দারের ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক পুলিশ সেখানে ছুটে যায়। কিন্তু ততক্ষণে ট্রাক নিয়ে পালিয়ে যায় চালকের সহকারী।
তবে, এ ঘটনায় ট্রাক চালক রায়পুর থানা হেফাজতে রয়েছেন।
আপনার মতামত লিখুন :