ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার মে ২২, ২০২৫, ১২:৩৬ পিএম নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  (২২ মে)  বেলা ১১ টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করেন।
এই সময়ে সংগঠনের প্রচার সম্পাদক  মামুন হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সংগঠনের  সভাপতি-রাজু হাসান,সাধারণ সম্পাদক-আব্বাস হোসেন, সহ-সভাপতি নুরুল হুদা,কোষাধ্যক্ষ-নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক, রাশেদুল ইসলাম,সদস্য-রহমতুল্লাহ, আধুনিক হাসপাতালের ডিএমডি- শহিদুল ইসলাম,নোভা হাসপাতালের পরিচালক- বাবুলসহ আরো অনেকে।

বক্তারা বলেন,  বিদ্যুৎ এর বিভ্রাটের কারণে হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বার বার লোডশেডিং এ অতিষ্ঠ সেবা গ্রহীতারা। বিদ্যুৎ এর হাই ও লো ভোল্টেজের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাসপাতালের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ। বিদ্যুৎ এর ভোগান্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহবান জানান।  অন্যথায় বিদ্যুৎ অফিস ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

Side banner