ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জুলাই ২৬, ২০২৫, ১১:৩১ এএম টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের চেরাগআলী এলাকায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানার পাশের একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই গোডাউনের ভেতর থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও গোডাউনের শ্রমিকরা ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তুলা দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

ফায়ার সার্ভিসের টঙ্গী জোনের  কর্মকর্তারা জানান, “তুলার গোডাউনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই এবং তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের এক ঘণ্টার মতো সময় লাগে।”

 

তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

 

স্থানীয়রা অভিযোগ করেছেন, গোডাউনের ভেতরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বললেই চলে। বারবার সতর্ক করার পরও মালিকপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

উল্লেখ্য, চেরাগআলী এলাকা শিল্পঘন ও জনবহুল হওয়ায় যে কোনো অগ্নিকাণ্ড সেখানে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Side banner