লক্ষ্মীপুরে কবি আল মাহমুদের স্মরণে আয়োজিত সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের হল রুমে এ আয়োজন হয়। প্রতিযোগিতাটি হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর।
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গীতিকার ও সাহিত্য সমালোচক হুসাইন আলমগীর, সাহিত্য সংসদটির সভাপতি ডা. মো. সালাহ উদ্দিন শরিফ, সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহম মুশতাকুর রহমান, জেলা নজরুল একাডেমীর সভাপতি সেলিম উদ্দিন নিজামী, আবৃত্তিকার রাফি নাহিদসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে কবি জাকির আবু জাফর বলেন, কবি আল মাহমুদ ছিলেন, মানুষের কবি। তার লেখায় গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি, সাধারণ মানুষের সংগ্রাম ও সংস্কৃতির গভীরতা প্রকাশ পেয়েছে। তিনি কোন মতাদর্শ বা দলের কবি ছিলেন না। সকল মানুষের কবি ছিলেন। যদিও অনেকে একটি রাজনৈতিক দলের মতাদর্শের আখ্যা দিয়ে তাঁর সমালোচনায় মুখল ছিল।
তিনি আরও বলেন, আল মাহমুদ সৌভাগ্যবান কবি। বাংলা ভাষায় যারা কথা বলেন। যারা বাংলা ভাষায় শিক্ষিত হয়েছেন। তারা আল মাহমুদের লেখা পড়েছেন। খুব কম সংখ্যাক মানুষ পাওয়া যাবে, যারা বাংলা ভাষায় কথা বলেন। তবে আল মাহমুদের লেখা পড়েননি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে কবি আবু জাফর বলেন, একটি প্রতিজ্ঞা তোমাদের করতে হবে। তোমরা মানুষের উপকার করবে। যদি উপকার করতে না পারো। তাহলে কখনো ক্ষতি করবে না। যদি তোমাদের মাধ্যমে অন্যের ক্ষতি না হয়। তবে সমাজে অপরাধ সংগঠিত হবে না। তখন দেশটা স্বপ্নের মতো সুন্দর হয়ে উঠবে। কবি আল মাহমুদের মতো, মানুষকে ভালোবাসতে হবে। সাধারণ মানুষের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :