ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

প্রতিটি দিন আমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে : সালমান খান

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জুলাই ১৭, ২০২৫, ০১:১৯ পিএম প্রতিটি দিন আমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে : সালমান খান

সিনে ক্যারিয়ারের প্রায় ৩৬ বছর কাটানোর পরে বলিউড ভাইজান সালমান খানের মনে হচ্ছে, তার পরবর্তী ছবি 'ব্যাটেল অফ গালওয়ান'র মতো পরিশ্রম-অধ্যাবসায় অন্য কোনও সিনেমায় করতে হয়নি।

 

বহুল প্রতীক্ষিত 'ব্যাটেল অফ গালওয়ান' ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘাতের উপর ভিত্তি করে তৈরি৷ সিনেমার পরিচালক 'শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা' খ্যাত অপূর্ব লাখিয়া। 

 

এক সপ্তাহ আগেই সামনে এসেছে সিনেমার পোস্টারের ঝলক৷ সম্প্রতি এই সিনেমা নিয়ে মুখ খুলেছেন সালমান৷ পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই সিনেমায় শারীরিকভাবে ভীষণ পরিশ্রম করতে হয়েছে৷ প্রত্যেক বছর, প্রত্যেক মাস, প্রতিটি দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে৷’

 

ভাইজানের কথায়, ‘আমাকে এখন ট্রেনিংয়ে আরও বেশি সময় দিতে হয় ৷ আগে আমি সিনেমার আগে এক-দু সপ্তাহ নিজেকে ট্রেন করতাম৷ কিন্তু এখন এই সিনেমার জন্য আমাকে দৌড়ানো থেকে শুরু করে কিকিং, পাঞ্চিং এই সবকিছু আরও বেশি সময় দিতে হচ্ছে৷ সিকান্দার সিনেমায় অ্যাকশন ছিল একরকম৷ তার চরিত্র ছিল একরকম৷ কিন্তু এই সিনেমা করার ক্ষেত্রে বুঝেছি এটা ফিজিক্যালি আলাদা৷ পাশাপাশি লাদাখে শুটিং, ঠান্ডা আবহাওয়া, জলে শুটিং আলাদা করে আরও বেশি চ্যালেঞ্জ তৈরি করেছে৷’

 

প্রথমে এই ছবি ঘিরে ভীষণ উত্তেজিত ছিলেন সালমান ৷ এই মাসের শুরুতেই সিনেমার ঘোষণা করেছেন৷ ৫৯ বছর বয়সী অভিনেতা বলেন, ‘আমি যখন এই সিনেমা সাইন করি তখন মনে হয়েছিল, এটা দুর্দান্ত একটা বিষয় হতে চলেছে৷ কিন্তু এখন বুঝতে পারছি এই সিনেমা করা ভীষণ ভীষণ ডিফিকাল্ট বা কঠিন৷ আমি ২০ দিনে লাদাখে ছিলাম৷ তার মধ্যে সাত থেকে আটদিন কনকনে ঠাণ্ডা জলে শুটিং করেছি৷ আমরা এই মাসে শুটিং করব আবার৷’

 

রিপোর্ট অনুসারে, সালমান খানের এই সিনেমা ঈদে মুক্তি পাবে না৷ সাধারণত ভাইজানের সিনেমা ঈদের বক্সঅফিস দখল করে৷ কিন্তু 'ব্যাটেল অফ গালওয়ান' সিনেমার ক্ষেত্রে মুক্তি পরিকল্পনা নিয়ে সালমান জানিয়েছেন আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে৷ পাশাপাশি তিনি জানিয়েছেন ২০১৫ সালের ব্লকব্লাস্টার হিট সিনেমা 'বজরঙ্গি ভাইজান'-এর সিক্যুয়েল নিয়েও কাজ চলছে৷

 

এ বিষয়ে তিনি বলেন, ‘আমার বজরঙ্গি ভাইজান ভালো লেগেছে৷ এক অন্যরকম ইমোশনাল বিষয় আছে ৷ তবে এর সিক্যুয়েল হবে অন্য রকম৷’

Side banner