ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

তৌহিদ আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক আগস্ট ২৫, ২০২৫, ০১:১৩ পিএম তৌহিদ আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সোমবার রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে সিআাইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা আমাদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন।

Side banner