ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

পরকীয়ার জেরে লক্ষ্মীপুরে ১০ বছরের সংসারে পাটল

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার আগস্ট ২৫, ২০২৫, ০৬:৪৬ পিএম পরকীয়ার জেরে লক্ষ্মীপুরে ১০ বছরের সংসারে পাটল

পরকীয়ার জেরে লক্ষ্মীপুরে ১০ বছরের সংসারে পাটল


লক্ষ্মীপুরে পরকীয়ার জেরে ১০ বছরের সংসার ছেড়ে প্রেমিকার সাথে পালিয়ে  যাওয়ার  অভিযোগ উঠেছে প্রবাসী  স্বামী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। 

সোমবার(২৫  আগস্ট)  সাংবাদিকদের কাছে এমন অভিযোগ  করেন প্রবাসীর স্ত্রী  নাজমা আক্তার।এই ঘটনায় তিনি থানায় তিনজনের নাম উল্লেখ  করে একটি লিখিত অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন,  পৌর ৩ নং ওয়ার্ডের বাঞ্চানগর পাইক বাড়ীর বাসিন্দা এবং নাজমা আক্তারের স্বামী দেলোয়ার হোসেন,পরকিয়া প্রেমিকা ৪ নং চররুহিতা ইউনিয়নের ডেঙ্গু হাজী বাড়ির  রুপালি আক্তার, তার মা শিল্পি আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, ১০ বছর আগে ইসলামি শরিয়ত অনুযায়ী দেলোয়ার হোসেনের সাথে ভুক্তভোগীর বিয়ে হয়।তাদের দুটি সন্তান ও রয়েছে।বিয়ের এর পর থেকে সে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে।জীবিকার তাগিদে স্বামী বিদেশ গেলে সেখানে মোবাইল ফোনে পরকীয়ায় জড়িয়ে পড়ে।  এর পর থেকে বাড়িতে খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেয়। যোগাযোগ করতে চাইলে গালমন্দ করে।স্ত্রীর সাথে কোন যোগাযোগ না করে সে দেশে এসে পরকীয়া প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়।

 ভুক্তভোগী নাজমা আক্তার বলেন, আমার স্বামী প্রবাসে থেকে পরকিয়ায় জড়িয়ে পড়ে এর পর থেকে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে না। আমি যোগাযোগ করতে চাইলে গালমন্দ করতো আমাকে না জানিয়ে সে দেশে ফিরে আসে ওই নারীকে নিয়ে পালিয়ে যায়। আমার এই বাচ্চাগুলোকে এখন কে দেখবে। আমি তাদের অনেক খোঁজাখুজি করেছি কিন্তু পাইনি। আমি এখন প্রশাসনের নিকট এর সুস্থ বিচার চাই।

এই বিষয়ে দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ বলেন,  এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Side banner