জুলাই ঘোষণাপত্র ও সনদে জুলাই যোদ্ধা ও শহীদদের স্বীকৃতি প্রদানসহ ৬ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।
রবিবার(১৭ আগষ্ট) বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অধিকার বঞ্চিত জুলাই যোদ্ধার আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।।
এই সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জুলাই যোদ্ধা এম এ আরিফ, ইউসুফ আল মাহমুদ, মুরাদ হোসেন, পারভেজসহ আরো অনেকে।
বক্তারা বলেন, বর্তমান সরকার যে জুলাই সনদ দিয়েছে আমরা তা প্রত্যাখ্যান করেছি। এই সনদ সংস্কার করে জুলাই যোদ্ধা ও শহীদদের জাতীয় বীর খেতাব দিতে হবে এবং জাতীয় ভাবে জুলাই আহতদের খোঁজ রাখতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।জুলাই সনদ যদি জনগণের আকাঙ্ক্ষার সনদ না হয় তাহলে জনগণ তা মেনে নিবেনা।অতি দ্রুত এই সনদ সংস্কার করে আমাদের দাবির প্রেক্ষিতে এটি তৈরি করতে হবে।
আপনার মতামত লিখুন :