ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

লক্ষ্মীপুরে বিধবা-দুস্থ ৫০ নারী পেল সেলাই মেশিন

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার আগস্ট ৮, ২০২৫, ০৪:৪০ পিএম লক্ষ্মীপুরে বিধবা-দুস্থ ৫০ নারী পেল সেলাই মেশিন

লক্ষ্মীপুরে নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে জেলার বিধবা অসহায় ও দুস্থ ৫০ জন নারীকে সেলাই মেশিন দিয়েছে মানবসেবামূলক প্রতিষ্ঠান হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। শুক্রবার (৮ আগস্ট) জুম্মা পরবর্তী চকবাজার জামে মসজিদে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

নারীদের পক্ষে স্বজনদের হাতে মেশিন তুলে দেন সংগঠনটির উপদেষ্টা মাওলানা মুস্তাকুন্নবী ও মহাপরিচালক মোহাম্মদ রাজ।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা হারুন আল মাদানী, বনিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, সংগঠনটির সহ-সভাপতি আবু ইউসূফ ফরহাদ, পরিচালক তানবিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা মাহমুদ ও প্রচার সম্পাদক বাইজিদ হাসান। 


এছাড়া প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা, শিক্ষামূলক উদ্যোগ এবং স্বাবলম্বীকরণ প্রকল্প সহ নানাবিধ সহযোগিতা প্রদান করে তারা।


দেশীয় কার্যক্রমের পাশাপাশি সংস্থাটি আন্তর্জাতিক পরিসরেও সুনাম কুড়িয়েছে। দীর্ঘদিন ধরে তারা ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নিজস্ব ফিলিস্তিনি টিমের মাধ্যমে অসহায় মানুষের জন্য খাদ্য, পানি, চিকিৎসা ও জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে।


এই সেলাই মেশিন বিতরণ কর্মসূচি স্থানীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রতিটি প্রান্তে মানবতার সেবা পৌঁছে দেওয়ার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Side banner