ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

পালেরহাট বাজার পরিচালনা কমিটি গঠন

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার আগস্ট ৬, ২০২৫, ১০:৩০ পিএম পালেরহাট বাজার পরিচালনা কমিটি গঠন

লক্ষ্মীপুরের পালের হাট বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এ.কে.এম ফরিদ উদ্দিনকে আহ্বায়ক ও জি.এ সাজুকে সদস্য সচিব করা হয়। 


কমিটির অন্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ মো. ইউচুপ হোসেন, যুগ্ন আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারী, ছাইফ উদ্দিন, মঞ্জুরুল ইসলাম, রেজাউল করিম আরজু, জহিরুল হায়দার চৌধুরী, নিজাম উদ্দিন, মো. ইসমাইল হোসেন, শামছুল আলম, বেল্লাল হোসেন, আবদুল মোতালেব, জাহাঙ্গীর মিঝি, মহি উদ্দিন লেদু, জাহাঙ্গীর আলম জাফর, ছালা উদ্দিন টিপু, মমিন উল্লাহ, নুর উদ্দিন নুরু, অমর রঞ্জন দেব নাথ, পরীক্ষিত মজুমদার, হুমায়ুন কবির ফুয়াদ, মো. শাকিল হোসেন, মো. মাছুম হোসেন, সুমন হোসেন।

সম্মানিত সদস্য মোহন হোসেন, আক্তার হোসেন, হৃদয় হোসেন খান, ইয়াছিন আরাফাত, মো. বাচ্চু, ফজলুল করিম, সবুজ হোসেন, সুমন হোসেন, রাজু হোসেন।  


এদিকে বুধবার (৬ আগস্ট) বিকালে ব্যবসায়ীদের সঙ্গে নবাগত কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দোকানে চুরি রোধ, পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

এসময় ব্যবসায়ীদের মতামতে পূর্বের  কমিটির যুগ্ন আহ্বায়ক জি.এ সাজুকে সদস্য সচিব মনোনীত করা হয়।   
 

Side banner