ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা ফরিদ আটক

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার আগস্ট ১১, ২০২৫, ০১:৫২ এএম লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা ফরিদ আটক

লক্ষ্মীপুরে একনলা বন্দুক ও মাদক সহ যুবদল নেতা এ.কে.এম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১১ আগস্ট) রাত ১ টার দিকে সদর উপজেলার পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে একই ইউনিয়নের নাঈম নামের আরেক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়।  সেখান থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়।
ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসিন্দা। 
অভিযানে নেতৃত্ব দেন জেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান।  
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একনলা একটি বন্দুক, মদ, ইয়াবা, নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  স্থানীয়দের দাবি, এসব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান  চালানো হোক।

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর