ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

তিমি নিয়ে গবেষণা : খুলে দিতে পারে ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্ত

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক আগস্ট ২৫, ২০২৫, ০১:২১ পিএম তিমি নিয়ে গবেষণা : খুলে দিতে পারে ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্ত

বিজ্ঞানীরা বিশেষ প্রজাতির এক তিমি নিয়ে গবেষণা করছেন। ধারণা করা হচ্ছে, এই গবেষণায় সফল হলে মানুষের স্ট্রোক ও ক্যান্সার চিকিৎসার এক নতুন দ্বার উন্মোচন হবে।  বিশেষ প্রজাতির এই তিমির নাম গুজ বিকড, যা প্রায় ৯,৮১৬ ফুট গভীরে ডুব দিতে পারে এবং কম অক্সিজেনের পরিবেশেও দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। 

বিজ্ঞানীরা তিমির এই কম অক্সিজেন নিয়ে দীর্ঘ সময় বেঁচে থাকার কৌশল নিয়ে গবেষণা করছেন। যা একদিন মানুষের স্ট্রোক ও ক্যানসারসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের চিকিৎসায় সহায়ক হতে পারে।

ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গুজ বিকড তিমি নিয়ে গবেষণা করছেন। তাদের লক্ষ্য হলো, কিভাবে তিমির কোষগুলো কম অক্সিজেনেও শক্তি উৎপাদন করতে পারে। গবেষকরা তিমির ত্বক, হৃদপিণ্ড, ফুসফুস, পেশি ও মস্তিষ্কের টিস্যু সংগ্রহ করেছেন এবং ল্যাবে পরীক্ষা চালাচ্ছেন। পরীক্ষায় দেখা গেছে, তিমির ত্বকের কোষগুলোতে কম অক্সিজেন থাকা সত্ত্বেও কার্যকর থাকে, যেখানে মানব, গরু ও ডলফিনের কোষের কার্যক্ষমতা কমে যায়।

গবেষণায় আরও পাওয়া গেছে, তিমির কোষে বিশেষ জেনেটিক অভিযোজন রয়েছে, যা অক্সিজেনের অভাবে শক্তি উৎপাদন বাড়িয়ে দেয়। এই অভিযোজন মানবদেহে নেই, যা নতুন ধরনের চিকিৎসা বিকাশের সম্ভাবনা তৈরি করছে।এই ধরনের গবেষণা ভবিষ্যতে স্ট্রোক, ক্যানসার ও অন্যান্য অক্সিজেন সংক্রান্ত রোগের চিকিৎসায় নতুন দিশা দিতে পারে। 

Side banner